আজব অনুভুতি !! চিন্তা করতে করতে কখন যে গন্তব্যে পৌঁছে গেছি খেয়াল নেই । রিকশা থেকে নামার আগে মনে হচ্ছিলো , আসার আগে মানিব্যাগ বাসায় ফেলে আসার দরকার ছিলো !! কি আজব! পকেটে হাত দিয়ে দেখি ঠিক ঠিক মানিব্যাগটা ফেলে এসেছি ! একটুও রাগ হল না! মনের মধ্যে কেনো জানি একটা আজব ভালোলাগা ! কি হচ্ছে এসব ! আমি পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছি রিকশার সামনে , এক মধ্যবয়সী ভদ্রলোক আমার কাছে আসলেন , আমি জানি উনি আমার ভাড়াটুকু দিয়ে দেবেন , এবং দিলেন এরপর কাঁধে হাত দিয়ে ভেতরে নিয়ে গেলেন । কেনো জানি আমার আশপাশ খুব নীরব ! একদম শান্ত ! কেউ কোনো কথা বলছে না, সবাই শান্ত । যা হচ্ছে সব কিছুই যেন পূর্বনির্ধারিত ! আমি আগে থেকেই টের পেয়ে যাচ্ছি !
আরো বেশ কজন প্রার্থীর সাথে বসে অপেক্ষা করছি ভাবছি, কথা বলা শুরু করি । সবাই বিরক্তিকর রকমের গম্ভীর । গলা খাঁকড়ি দিলাম ! আমার পাশের ছেলেটা আমার দিকে তাকালো । বললঃ
" আপনার কাঁধে কি ? "
- "আর বলবেন না ! আসার সময় কাক ইয়ে করে দিয়েছে ।"
"পরিস্কার করছেন না কেনো ?"
- "না মানে , কাক ইয়ে করার পর থেকে আমি একটা অদ্ভুত ঘোরের মধ্যে আছি , কিভাবে জানি আমি আগে থেকেই সব টের পেয়ে যাচ্ছি , এই যেমন ধরুন আপনার নাম নীলয় , ফিজিক্স এ অনার্স করেছেন ঢাবি থেকে , এখন মাস্টার্সে আছেন । মজার বিষয় কি জানেন ?এই চাকরির ইন্টারভিউ বোর্ডের সবাই খুব ভালো , কেউ দুর্নীতিবাজ নন । খুবই নিরপেক্ষ ইন্টারভিউ হচ্ছে, এই ইন্টারভিউ এ সব চেয় যোগ্য প্রার্থী আমি , আমার ইন্টারভিউ সবার থেকে ভালো হবে, আমার চেয় সামান্য খারাপ কিন্তু বাকি সবার চেয় ভালো ইন্টারভিউ দিবেন আপনি , বিশেষ কারনে চাকরিটা আমি না পেয়ে আপনি পাবেন । এখানে কোনো দুর্নীতি হবে না , কিন্তু খুব অদ্ভুত কিন্তু যুক্তিযুক্ত কারনে আপনিই নিয়োগ পাবেন । "
"আপনার মাথা ঠিক আছে তো ?? পানি খাবেন ? ".....
পানি খাবার সময় পেলাম না, ভেতর থেকে আমার ডাক এলো । ইন্টারভিউ বোর্ডে তিনজন ভদ্রলোক , এবং খুব সঙ্গত কারনেই ওই মধ্যবয়স্ক লোক এখানে উপস্থিত ।
"বসুন !" সেই ভদ্রলোক বললেন
-"ধন্যবাদ"
"আপনি মানিব্যাগ আনেন নি কেনো ?"
-" কারন আমি জানতাম আপনি আমাকে সাহাজ্য করবেন "
"তাই নাকি ?"
-" জী , ব্যাপারটা এভাবেই ঘটার কথা ছিলো"
"ও আচ্ছা , আচ্ছা বলুন তো মানুষের মস্তিষ্ক কয়টি অবস্থায় থাকে ? কি কি ??"
-"জী চারটি , বেটা ,আলফা , থেটা ও ডেল্টা । বেটা অবস্থা হলো সবচেয় সক্রিয় , আলফা অবস্থায় মস্তিষ্ক শান্ত থাকে এবং সৃষ্টিশীল বিষয়ের জন্ম দেয় ,থেটা অবস্থা হলো ধ্যান মগ্ন অবস্থা , নামাজ বা মেডিটেশন ইত্যাদি আর স্মৃতিচারণ ।ডেল্টা অবস্থা হলো অচেতন, ঘুম, বিচ্ছিন্ন সংবেদনশীল অবস্থা । "
"চমৎকার ! সাইকোলজি পড়েছেন নাকি ? খুব গুছিয়ে উত্তর দিয়েছেন ... আচ্ছা বলুনতো, আপনি এখন কোন অবস্থায় আছেন ? "
-"শিউর না! আমি সম্ভবত পঞ্চম কোন অবস্থায় আছি , ঠিক সচেতনও নই আবার একটা ধ্যান মগ্ন ভাবও আছে ... তাছাড়া আরেকটা অদ্ভুত জিনিষ ঘটছে, সেটা হলো আমি আগে থেকেই সব টের পেয়ে যাচ্ছি ! এই ইন্টারভিউয়ে আপনারা আমাকে সবচেয়ে যোগ্য হিসাবে নির্ধারণ করবেন , কিন্তু আপনাদের উচিত হবে নীলয় সাহেব কে চাকরিটা দেয়া । এবং আপনারা এটাই করবেন ! সুতরাং আপনারা সেটাই করুন যেটা করলে সবচেয় ভালো হয় ।"
-----------------------------------------------------------------------------------------------
কাল নীলয়ের চাকরী হয়েছে , আজ অফিসে যাচ্ছে প্রথম বারের মতো ... খুব উৎফুল্ল একটা ভাব, সকালে হাতে চায়ের কাপ নিয়ে পত্রিকায় চোখ বুলাচ্ছে , একটা খবরে চোখ আটকে গেলো !
আজিমপুরে মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
গতকাল সকালে দ্রুতগামী বাস আর রিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ।রিকশা চালক আহত । যুবকের কাঁধের উপর থেকে মাথা সম্পূর্ণ বাসের চাকায়পিষ্ট হওয়ার কারণে তাকে সনাক্ত করা সম্ভব হয়নি । ............
এটুকু পড়েই নীলয় থমকে গেলো , পত্রিকায় ছেলেটির একটি ছবি ছাপা হয়েছে , ছবির ছেলেটির পোশাক অবিকল কালকের অদ্ভুত ছেলেটির মত ! নীল শার্ট , অফ হোয়াইট প্যান্ট , কাঁধের উপর রক্তের ছোপ !!!!!
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
তৌহিদ- আন- নূর
প্রথম প্রকাশঃ ৬ কার্তিক ১৪১৯ (October 21, 2012)
Welcome to iferi blog.
ReplyDelete