আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
১. হে মানবসকল, তোমরা আল্লাহর কাছে তওবা করতে থাকো (অর্থাৎ, তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা কর)। আমি তো দিনে ১০০ বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকি। সহিহ মুসলিম, হাদিস ২৭০২
২. নিশ্চয়ই আল্লাহ্ বান্দার তওবা কবুল করতে থাকেন যতক্ষণ না তার প্রাণ ওষ্ঠাগত হয় (অর্থাৎ, ঠিক জান কবজ করার মুহূর্ত উপস্থিত হয়) ! সহিহ বুখারী, হাদিস ১
(এই হাদিসগুলো জনাব Abdul Malik Mujahid সংকলিত 200 Golden Hadiths from the Messenger of Allah (দারুস সালাম) সঙ্কলন থেকে অনূদিত (ইংরেজি থেকে বাংলা)। Abdul Malik Mujahid সাহেব হাদিসগুলো সর্বজনস্বীকৃত সহিহ হাদিস গ্রন্থসমূহ থেকে নিয়েছেন, যার সূত্র এখানে উল্লেখ করে দেওয়া হবে। হাদিসগুলো যাতে সব ভাষার জনগোষ্ঠীর মানুষের কাছে পৌঁছতে পারে সেই উদ্দেশ্যে তিনি যেকোন ভাষায় তার এই সংকলনটিকে অনুবাদের অনুমতি দিয়ে এটিকে কপিরাইটের আওতামুক্ত রেখেছেন। আমার ভাসাভাসা ইংরেজি এবং ইসলামের জ্ঞান এই অনুবাদ কাজের জন্য একেবারেই উপযুক্ত নয়, তাই এই অনুবাদটিকে ভাবানুবাদ ধরে নেয়াই নিরাপদ এবং প্রতিষ্ঠিত যেকোন ইসলামী অনুশাসনের মোকাবিলায় বা সমর্থনে এই অনুবাদকে তথ্যসূত্র বা রেফেরেন্স হিসেবে ব্যবহার না করে বরং প্রতিটি অনুবাদের নিচে দেওয়া সূত্র অনুযায়ী মূল হাদিস গ্রন্থে অনুসন্ধান করাই বাঞ্ছনীয়।)
No comments:
Post a Comment