Wednesday, October 30, 2013

প্রতিদিনের পাথেয় – ৩

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

১. তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ্‌ এবং শেষ দিনের উপর ঈমান এনেছে সে যেন হয় ভালো কথা বলে, নয়তো চুপ থাকে। -সহিহ বুখারি, ৬১৩৮

২. দুর্ভোগ বা দুর্যোগের প্রথম আঘাতের মোকাবিলায় ধৈর্যধারণ করাই প্রকৃত ধৈর্যের পরিচয়। -সহিহ বুখারি, ১২৮৩ [হাদিসে যে ঘটনার প্রেক্ষিতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন, তা আমাদের জীবনেও খুবই সাধারণ ঘটনা। আকস্মিক কোন দুর্ঘটনা বা প্রিয়জনকে হারানোর বেদনায় আমরা প্রথমেই আবেগাক্রান্ত হয়ে এমন কথা বা কাজ করি বা প্রতিক্রিয়া দেখাই যেটা ইসলামে পছন্দনীয় নয়, কিন্তু কিছু সময় পার হওয়ার পর আমরা বুঝতে পারি যে সব কিছুই হয় আল্লাহর তরফ থেকেই এবং তখন চেষ্টা করি আবেগ সংবরন করতে। আমাদের এরকম পরিস্থিতির কথা ভেবেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই সতর্কবাণী উচ্চারণ করেছেন।]

patience

(এই হাদিসগুলো জনাব Abdul Malik Mujahid সংকলিত 200 Golden Hadiths from the Messenger of Allah (দারুস সালাম) সঙ্কলন থেকে অনূদিত (ইংরেজি থেকে বাংলা)। Abdul Malik Mujahid সাহেব হাদিসগুলো সর্বজনস্বীকৃত সহিহ হাদিস গ্রন্থসমূহ থেকে নিয়েছেন, যার সূত্র এখানে উল্লেখ করে দেওয়া হবে। হাদিসগুলো যাতে সব ভাষার জনগোষ্ঠীর মানুষের কাছে পৌঁছতে পারে সেই উদ্দেশ্যে তিনি যেকোন ভাষায় তার এই সংকলনটিকে অনুবাদের অনুমতি দিয়ে এটিকে কপিরাইটের আওতামুক্ত রেখেছেন। আমার ভাসাভাসা ইংরেজি এবং ইসলামের জ্ঞান এই অনুবাদ কাজের জন্য একেবারেই উপযুক্ত নয়, তাই এই অনুবাদটিকে ভাবানুবাদ ধরে নেয়াই নিরাপদ এবং প্রতিষ্ঠিত যেকোন ইসলামী অনুশাসনের মোকাবিলায় বা সমর্থনে এই অনুবাদকে তথ্যসূত্র বা রেফেরেন্স হিসেবে ব্যবহার না করে বরং প্রতিটি অনুবাদের নিচে দেওয়া সূত্র অনুযায়ী মূল হাদিস গ্রন্থে অনুসন্ধান করাই বাঞ্ছনীয়।)

No comments:

Post a Comment