“সাস্ট সায়েন্স অ্যারেনা” এবং www.iferi.com আয়োজিত “বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ এবং বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখার প্রতিযোগিতা-২০১৩” প্রতিযোগিতায় স্বাগত। এই প্রতিযোগিতার প্রথম ধাপ হল আইফেরি ব্লগে একটি একাউন্ট খোলা এবং সেই একাউন্টের মাধ্যমে লেখা জমা দেয়া।
আসুন জেনে নেই একাউন্ট খোলার জন্য কি করতে হবে।
১. শুরুতে আপনার প্রিয় ব্রাউজারের মাধ্যমে আইফেরি ব্লগের মূল পাতায় এসে ওপরে ডান পাশে থাকা "Register" এ ক্লিক করতে হবে।
২. এতে করে একটি ফর্ম আসবে। এই ফর্মের সবগুলো ঘর পূর্ণ করে নিচের ক্যাপচাটি সঠিকভাবে লিখে নিচের ডান পাশে থাকা "Complete Sign-Up" বাটনে ক্লিক করুন।
৩. যদি কোন তথ্য প্রদানে ভুল হয়ে থাকে তবে একটি পেজ আসবে যে পেজে আপনার দেয়া জমা দেয়া তথ্যের যেখানে অসঙ্গতি ছিল সেখানে লাল করে দেয়া থাকবে।
৪. লাল লেখা সম্পন্ন সকল বক্স নতুন করে ফিল আপ করুন এবং পুনরায় "Complete Sign-Up" বাটনে ক্লিক করুন। সব ইনফরমেশন ঠিক মত দেয়া থাকলে "Sign Up Complete" লিখা একটি পেজ আসবে।
৫. এবার আপনার দায়িত্ব হল রেজিস্ট্রেশনের সময় আইফেরি'র কাছে জমা দেয়া মেইল আইডি চেক করা, সেখানে iFeri Blog টিমের পক্ষ থেকে একটি মেসেজ যাবে।
৫. মেইলটিতে একটি এক্টিভেশন লিঙ্ক দেয়া আছে। এই লিঙ্কে ক্লিক করুন। এতে করে আইফেরির একটি পেজ আসবে যাতে লেখা থাকবে "Account Activated"।
ব্যস, হয়ে গেলো আইফেরি'তে একাউন্ট খোলা।
কিভাবে নতুন লেখা পোস্ট করবেনঃ
১. অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে লগ ইন করার পর পেজের একেবারে উপরের বারে ' + ' চিহ্নিত বাটনে মাউস রেখে ‘Post’ অপশনে ক্লিক করে নতুন পোস্ট লেখা যাবে।
২. নিচের ছবির মত Text Box আসলে এর ভেতর লেখা শুরু করে দিন। লেখাটি যে ক্যাটাগরিতে পড়বে তা পাশের চেকবক্সে সিলেক্ট করে দিন। নতুন ক্যাটাগরি তৈরি করতে চাইলে 'Add New Category' অপশনে ক্লিক করুন (নিচের ছবিতে লাল বক্সের ভিতর)।
পোস্টে ছবি যোগ করতে চাইলে 'Add Media' বাটনে ক্লিক করুন।
৩. 'Insert Media' থেকে 'Upload Files' সিলেক্ট করুন। আপনার পিসি থেকে ছবি আপলোড করতে চাইলে 'Select Files' এ ক্লিক করুন।
৪. আপলোডের পর যে ছবিটি পোস্টে ব্যবহার করতে চান তার সেটিংসগুলো (Size, Caption, Alignment) ডান-পাশের বক্স থেকে ঠিক করে নিন (লাল বক্সটি লক্ষ করুন) তারপর 'Insert into Post'-এ ক্লিক করুন।
[...] [...]
ReplyDeleteআমি সাস্ট সায়েন্স অ্যারেনার জন্য লেখা পোস্ট করতে চাইলে ক্যাটাগরি কি দিবো? আর লেখার শেষে নাম, ডিপার্টমেন্ট, সেমিস্টার ইত্যাদি কি কি তথ্য দিতে হবে?
ReplyDeleteপ্রবন্ধ আর গল্প এই ২ ধরনের লেখা দেয়া যাবে। এই ক্ষেত্রে আমার লেখা টা গল্প না প্রবন্ধ সেটা কোন যায়গায় উল্লেখ করতে হবে?
ReplyDeleteলেখার শেষে দরকারি তথ্য গুলো দিলেই চলবে (নাম, ডিপার্টমেন্ট বা অন্য যা কিছু SUST Science Arena প্রয়োজনীয় মনে করে)।
ReplyDeleteএই প্রতিযোগিতাকে সামনে রেখে দুটো নতুন 'Category' তৈরি করা হয়েছে, "SUST Science Arena-iFeri" Article Writing Contest এবং "SUST Science Arena-iFeri" Sci-Fi Writing Contest. সুতরাং বুঝতেই পারছ প্রবন্ধ হলে তা যাবে Article Writing category-তে আর সাই-ফাই গল্প হলে Sci-Fi Writing category-তে।
ReplyDeleteধন্যবাদ ভাই :)
ReplyDeleteYou are welcome. তোমার লেখার অপেক্ষায় থাকলাম। :)
ReplyDeleteভাইয়া । লেখা পোস্ট করছি। কিন্তু মূল পাতায় প্রকাশ হবে কখন ? আর কিভাবে মূল্যায়ন করা হবে ?-
ReplyDeleteThanks তৌহিদ। পোস্ট প্রকাশ করা হবে সবগুলো পোস্ট একবারে কালেক্ট হলে তারপর।
ReplyDeletehttps://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-frc1/1486740_580002975420273_1734970973_n.jpg
ReplyDeleteআমার নিউ পোস্ট পেইজ এরকম আসে। পোস্টে ছবি এড করার কোন অপশন পাচ্ছি না। কিভাবে করব???
Looking in to the issue. একটু অপেক্ষা করুন।
ReplyDelete