জানান দিচ্ছে এই মুহূর্ত কোথায় কাদের প্রাণের দাম
রক্ত দিয়ে প্রাণ বিকিয়ে পথ দেখাচ্ছে নন্দিগ্রাম।
মাটির কসম মায়ের কসম মাটিই যাদের রক্ত-ঘাম
তারাই তোমার আমার স্বদেশ, তোমার আমার নন্দিগ্রাম
কাদের জমি কাড়বে ওরা, কাদের শিল্প স্বর্গধাম ?
বিশেষ শিল্প-অঞ্চলটার খোয়াব ঘোচায় নন্দিগ্রাম।
ইজ্জতটাই আসল কথা কিসের ডাইনে কিসের বাম
জমিই যাদের ইজ্জত সেই মানুষগুলোই নন্দিগ্রাম।
চাটুজ্যেটা কবির হল বদলে দিলাম আবার নাম
সবারই নাম বদলে গেল সবারই নাম নন্দিগ্রাম
জানান দিচ্ছে - নন্দিগ্রাম।
- কবির সুমন
No comments:
Post a Comment