Tuesday, December 31, 2013

SSA-iFeri Science based Article and Sci-Fi Writing Competition 2013

 

 

প্রতিযোগিতায় স্বাগত। আমাদের প্রাথমিক বাছাই পর্ব শেষ করে এখন আমরা ভোটিং পর্বে আছি, অন্যদিকে চলছে বিচারকদের বিচারকাজ। অনলাইন ভোটিং পর্বে দুই বিভাগ থেকে নির্বাচিত হয়েছে দশটি করে বিশটি লেখা। এ বিশটির মধ্যে সবচেয়ে বেশী ভোট এবং বিচারকদের নাম্বারের সমন্বয়ে দেয়া হবে গ্র্যান্ড পুরস্কারঃ ট্যাব। ভোট দেয়ার জন্য আপনাকে অবশ্যই আইফেরি ব্লগে একাউন্ট খোলা লাগবে। আপনি ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করার মাধ্যমে যেমন একাজ করতে পারেন, তেমনি ব্লগের ফেবসবুক প্লাগ-ইন ব্যবহার করেও কাজটি করা সম্ভব।

 

ভোটিং এর জন্য নির্বাচিত বিশটি লেখা এবং ব্লগ লিংক নিম্নে দেয়া হলঃ

 

 

নির্বাচিত প্রবন্ধ-সমূহের তালিকাঃ

 

১. এস্ট্রো-ভাইরোলজি

২. কার্বন ন্যানোটিউব

৩. পিঁপড়ার গল্প

৪. প্রাণীদের সামাজিক আচরণ ও বুদ্ধিমত্তা

৫. ভূ-তাপসম্ভাবনাময় নবায়নযোগ্য সবুজ জ্বালানি

৬. ফুগু–পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছ

৭. ব্ল্যাক হোল

৮. ঈশ্বর কণা (দি গড পার্টিকল) কি পারবে সব অজানা প্রশ্নের উত্তর বের করতে?

৯. কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ: একটি সম্ভাবনাময় সমাধান

১০. ক্ষুদ্র ক্ষুদ্র ন্যানোকণা

 

 

নির্বাচিত বৈজ্ঞানিক কল্পকাহিনীর তালিকাঃ

 

১. রোবটের প্রতারণা!

২. দিগন্তে

৩. নিঃসঙ্গ নিহান

৪. আত্মমৃত্যু

৫. ভিজিট টু দ্যা ইনফিনিটি

৬. নীল মানব সবুজ মানবী

৭. ভালো থেকো নাবিলা

৮. পৃথিবীর বুকে প্রত্যাবর্তন

৯. ফোর্স কন্ট্রোলার

১০. রিমোভেবল ডি.এন.এ

 

 

সব পাঠককে ভোটিং এ আমন্ত্রণ জানাচ্ছি, আপনার একটি ভোট আপনার প্রিয় লেখার লেখককে জিতিয়ে দিতে একটি ট্যাব... জলদি করুন।

ভোটিং এর শেষ তারিখঃ ১০ই জানুয়ারি, ২০১৪।

উল্লেখ্য, এই প্রতিযোগিতার পুরষ্কার বিতরণের তারিখ ও স্থান পরবর্তীতে ঘোষণা করা হবে। ধন্যবাদ।

 

যেকোন প্রয়োজনেঃ ইশতিয়াক (০১৭১০-৩১২৯১৫)।

1 comment:

  1. ভাই, ধরেন কেউ ভোট পাইলো ২০ টা, তার রেটিং ৫ আর এক জন ভোট পাইলো ২৫ টা কিন্তু তার রেটিং ৪.৯, তাইলে এই ২ জনের মাঝে ভোটের marking কিভাবে হবে?

    ReplyDelete